প্রকাশিত: ২:২৮ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রেজওয়ান আহমদের বাসা ও অফিসে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার বোন আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর বড়বাজারস্থ তার নিজ বাসায় হামলা করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাহেদ সিরাজের অনুসারীরা।
কাউন্সিলর রেজওয়ান আহমদ জানান, নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাহেদ সিরাজ ও এলাকার চিহ্নিত সন্ত্রাসী আবদুল্লাহ শফি সাইদ ওরফে ডোম সাহেদের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ আমার অফিস ও বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে। হামলায় আমার বোন গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ফল প্রকাশের পরপরই সাহেদ সিরাজের অনুসারীরা বড়বাজার-গোয়াইপাড়া সড়ক অবরোধ করে ও পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলে। এসময় এলাকার জনসাধারণকে হুমকি ধামকি দেয়।
সদ্য সমাপ্ত হওয়া সিলেট সিটি করপোরেশন নির্বাচনে রেজওয়ান আহমেদ টানা চতুর্থবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ঝুঁড়ি মার্কা প্রতীকে রেজওয়ান আহমদ পেয়েছেন ২ হাজার ৩৫৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক্টর প্রতীকে সাহেদ সিরাজ পেয়েছেন ২ হাজার ৩২৪ ভোট।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech