ট্রাক্টরের চাপায় মারা গেলেন কুলাউড়ার সাংস্কৃতিক কর্মী সাগর

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, জুন ২২, ২০২৩

ট্রাক্টরের চাপায় মারা গেলেন কুলাউড়ার সাংস্কৃতিক কর্মী সাগর

ডায়াল সিলেট ডেস্ক :  নিজের হালচাষের ট্রাক্টরের চাপায় মারা গেলেন কুলাউড়ার সাংস্কৃতিক কর্মী সাগর (১৮)। বৃহস্পতিবার বেলা আনুমানিক সাড়ে ১০ টায় উপজেলার টিলাগাঁও ইউনিয়নের তাজপুর গ্রামে এই দূর্ঘটনা ঘটে।
টিলাগাঁও ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান আব্দুল মালিক ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায় পিতৃহীন সাগর পরিবারের আয় বাড়াতে সম্প্রতি একটি হালচাষের ট্রাক্টর ক্রয় করেন। বৃহস্পতিবার সকালে গাড়িটি হালচাষে যাওয়ার কথা। ড্রাইভার আসতে দেরি হচ্ছে দেখে নিজেই নিয়ে যেতে যান। কিন্তু গাড়িটি স্ট্রাট দেওয়ার পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে নিজে নীচে পড়ে যান। পরিবারের লোকজন দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0Shares