শ্রীমঙ্গলে সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ 

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৩

শ্রীমঙ্গলে সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ 

ডায়াল সিলেট ডেস্ক :  সারাদেশে সাংবাদিক হত্যা, নিপীড়ন বন্ধ ও সাংবাদিক সুরক্ষায় আইন প্রণয়নের দাবি জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা। বাংলা নিউজ টোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে এই দাবি জানান তারা। শুক্রবার (২৩ জুন) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক যায়যায়দিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি রুম্মন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় অংশ নেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সঞ্জয় দে, সিনিয়র সাংবাদিক সুমন বৈদ্য, প্রথম আলো শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার, প্রতিদিনের কাগজ পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি সাখাওয়াত লিমন, সাংবাদিক অর্জুন দাশ প্রমুখ।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ