কমলগঞ্জ থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ওয়ারেন্টভুক্ত ০৬ আসামি গ্রেফতার

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৩

কমলগঞ্জ থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ওয়ারেন্টভুক্ত ০৬ আসামি গ্রেফতার

ডায়াল সিলেট ডেস্ক :  কামালগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিসহ ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আজ (২৪ জুন) রাতে কমলগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়।

কমলগঞ্জ থানার এসআই অনিক রঞ্জন দাস, এসআই পবিত্র শেখর দাসসহ পুলিশের একটি দল কমলগঞ্জ থানার আদমপুর এলাকায় অভিযান পরিচালনা করে সিআর  ৩৮১/০৭ (বন) মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০,০০০/- টাকা অর্থদণ্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১। জয়, পিতা- মৃত আফতাব আলী, সাং- কাউয়ারগলাকে গ্রেফতার করে।

থানার অপর এক অভিযানে সিআর-৭৭/২৩(কমল) মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি
২। জগর বুনার্জী, পিতা- রাজিয়া বুনার্জি, ৩। শিল্পী বুনার্জী, স্বামী- জগর বুনার্জী, ৪। আলো বুনার্জী, পিতা- ধনু বুনার্জী, ৫। রনজিৎ বুনার্জী, পিতা- মকলু বুনার্জী, ৬। শ্রীমতী বাউরী, পিতা- মন্টু বুনার্জী, সর্বসাং- কুরমা চা বাগান, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজারদেরকে গ্রেফতার করা হয়।আজ সকালে গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ