প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক : আগের মতো যুবলীগের একক ব্যানারে এখন কোনো কর্মসূচি পালন হচ্ছে না মৌলভীবাজারে। দুই একজন বিচ্ছিন্নভাবে পদ পাওয়ার আশায় অভিভাবক সংগঠনের সঙ্গে নিজেদের সমর্থকসহ মিছিল মিটিংয়ে অংশ নিলেও নেই সেই প্রাণচাঞ্চল্যতা। দীর্ঘদিন থেকে জেলা কমিটি না থাকায় এর প্রভাব পড়েছে উপজেলা ও পৌর শাখাগুলোতে। কাণ্ডারিহীন থাকায় অনেকটাই নিষ্ক্রিয় সাংগঠনিক কার্যক্রম। আসছে জাতীয় নির্বাচনের আগে জেলা কমিটি না হলে এর ব্যাপক প্রভাব পড়বে। এমনটি ক্ষোভের সঙ্গে জানাচ্ছেন জেলার তৃণমূলের যুবলীগের কর্মীরা। জানা যায়, জেলাজুড়ে স্থবিরতা কাটিয়ে সাংগঠনিক কাজে গতিশীলতা আনতে উদ্যোগী হয় কেন্দ্রীয় কমিটি। সে লক্ষ্যে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গেল বছরের ১০ই অক্টোবর সম্মেলন হয়। ওই সম্মেলন শেষে কাউন্সিল হওয়ার কথা থাকলেও তা আর হয়নি। ওই দিন মৌলভীবাজার শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে দৃষ্টিনন্দন বর্ণিল আয়োজনে সম্মেলনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
১ম অধিবেশনে সম্মেলন শেষ হলে ২য় অধিবেশনে কাউন্সিল হওয়ার কথা থাকলেও রহস্যজনক কারণে তা হয়নি বলে অভিযোগ নেতাকর্মীদের।
দলের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি কিছুদিনের মধ্যে ঘোষণা করবেন বলে প্রতিশ্রুতি দিলেও এখনো তা উপেক্ষিত। নেতাকর্মীরা ক্ষোভের সঙ্গে অভিযোগ করে বলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের নিজেদের বলয় ও পছন্দের ব্যক্তিদের সভাপতি ও সাধারণ সম্পাদকের তালিকা দেয়াতে এমনটি হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন সৎ, যোগ্য ও কর্মীবান্ধব নেতৃত্ব না আসলে কারও ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দিলে এর পরিণতি ভালো হবে না। আমরা তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা দিয়ে মাঠের আন্দোলনে নামতে বাধ্য হবো।
জানা যায়, ওই সময় সম্মেলন ও কাউন্সিলকে কেন্দ্র করে উজ্জীবিত নেতাকর্মীরা তোরণ, ব্যানার, ফেস্টুন, পোস্টারসহ প্রায় তিন শতাধিক তোরণ নির্মাণ করেন। ১০ই অক্টোবর সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সম্মানিত অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মাহবুল আলম হানিফ এমপি, আহমদ হোসেন, বন ও পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি, উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, এমপি। প্রধান বক্তা ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল, বিশেষ অতিথি ছিলেন নেছার আহমদ এমপি, সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান প্রমুখ। জানা যায় ১০ই অক্টোবরের আগে ২০১৭ সালের ৪ঠা মে মৌলভীবাজার জেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সময় সাবেক সাধারণ সম্পাদক নাহিদ আহমদকে সভাপতি এবং সৈয়দ রেজাউর রহমান সুমনকে সাধারণ সম্পাদক করা হয়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech