নগরীতে গরুর হাট বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত ৪

প্রকাশিত: ২:৩৮ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২৩

নগরীতে গরুর হাট বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত ৪

ডায়াল সিলেট রিপোর্ট :: সিলেট মহানগরীর মাছিমপুর এলাকায় গরুর হাট বাসানোকে কেন্দ্র করে দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

শুক্রবার দুপুর আড়াইটার দিকে নগরীর ২৩ ওয়ার্ডের মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাছিমপুর গরুর হাটের জন্য প্রতি বছরের মতো এবারো জেলা পরিষদ টেন্ডার আহবান করে। তবে টেন্ডার পাওয়ার আগেই ৮ নং সংরক্ষিত ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শারমিন আকতার রুমির স্বামী মনজু মিয়া ও তার দুই ভাই দিপু ও অপি হাটের জায়গায় বাঁশ বসানো শুরু করে। এতে ২৩নং কাউন্সিলর মোস্তাক আহমদের ভাই হারুন রশিদ খছরু বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

 

সংঘর্ষে দুই পক্ষের অন্তত চার জন আহত হন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। অহতরা হলেন- মনজু মিয়া (৩৫), অপি (২৫), দিপু (৩৫), হারুন রশিদ খছরু (৫৫)। আহতদের মধ্যে হারুন রশিদ খছরুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। সংঘর্ষে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

কোতোয়ালি মডেল থানা ওসি (তদন্ত) সুমন কুমরা চৌধুরী জানান, গরুর হাট বসানোকে কেন্দ্র করে দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঘে। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ