মৌলভীবাজারে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভিজিএফ এর চাল বিতরণ

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৩

মৌলভীবাজারে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভিজিএফ এর চাল বিতরণ

মনজু বিজয় চৌধুরী॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পবিত্র ঈদুল আযহা ফিতর ২০২৩ উদ্যাপন উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে মৌলভীবাজার পৌরসভা আয়োজনে ৪ হাজার ৬শ ২১জনকে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
২৪ জুন দুপরে শনিবার সকালে মৌলভীবাজার পৌরসভার পৌর জনমিল কেন্দ্রে পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড: উর্মি বিনতে সালাম, জেলা পরিষদ চেয়ারম্যান মিজবাহুর রহমান প্রমুখ।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন,নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান,পার্থ সারথী পাল, কাউন্সিলার ফয়ছল আহমদ, রুমেল আহমদসহ পৌরসভার কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার পৌর এলাকার বিভিন্ন ৯টি ওয়ার্ডে দুস্থ ও হতদরিদ্র, গরীব খেটে খাওয়া ৪ হাজার ৬ শত ২১টি পরিবারের মধ্যে প্রত্যেককে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।
এ সময়ে পৌর মেয়র ফজলুর রহমান বলেন, প্রতিটি মানুষ যেন সঠিক মাপে তার প্রাপ্য চাল পায় তা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, মৌলভীবাজার পৌরসভার প্রতিটি ওয়ার্ডের দুস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১০ কেজি করে ভিজিএফ চাল দেয়া হয়েছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ