২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৩

২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডায়াল সিলেট ডেস্ক :  বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে কেফায়েত উল্লাহ নামে ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল (২৩ই জুন) রাতে বড়লেখা থানার এসআই  মাহমুদুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সের  সহায়তায় কেফায়েত উল্লাহকে বড়লেখা থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামি কেফায়েত উল্লাহ বড়লেখা থানার চান্দগ্রাম গ্রামের মৃত মোস্তফা উদ্দিন এর ছেলে। জিআর-৮০/২০(বড়) মামলায় আসামির বিরুদ্ধে পেনাল কোডের ৩৮০ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ০২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

আসামিকে আজ সকালে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোর্পদ করা হয়েছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ