প্রকাশিত: ৩:২৪ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২৩
বিনোদন ডেস্ক :: দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পীদের একসঙ্গে নিয়ে বিশেষ কনসার্ট ‘ম্যাজিকাল নাইট’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ট্রিপল টাইম কমিনিকেশনস আয়োজনে এ কনসার্ট সবচেয়ে বিচিত্র ও আকর্ষণীয় হবে বল আশা করা যাচ্ছে।
ইন্টারন্যাশনাল এ কনসার্টটি আয়োজিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরায়। এ কনসার্টে অংশ নিবে অর্ণব-অনুপম রায়-তালপাতার সেপাই-মেঘদল-হাতিরপুল সেশনস-এর মতো জনপ্রিয় কণ্ঠশিল্পী।
ট্রিপল টাইম কমিউনিকেশনসের ডিরেক্টর আরিফা শবনম জানান, ঢাকা-কলকাতা এ দুই বাংলার শিল্পীদের এক ছাদের নিচে নিয়ে আসাই এ কনসার্টটি আয়োজনের মূল লক্ষ্য। কারণ বাংলাদেশে দেশীয় গানের পাশাপাশি ভারতের বাংলা গানও সমান জনপ্রিয়।
ডিরেক্টর আরিফা শবনম আরও জানান, একমাত্র সংগীতের মাধ্যমেই যেকোনো দেশের মানুষকে সহজে ঐক্যবদ্ধ করা যায়। দুই দেশের গান-শিল্প-সংস্কৃতির মাঝে যোগসূত্র স্থাপনে এমন আয়োজন আরও হওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি।
বর্ণিল এ কনসার্ট শুরু হবে আগামী ৬ জুলাই সন্ধ্যায়। কনসার্টটির টিকিট পাওয়া যাচ্ছে টিকিফাই- এ। বিকাশের মাধ্যমেও টিকিট কাটার সুযোগ রয়েছে আগ্রহী দর্শকদের।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech