মৌলভীবাজারে চুরি হওয়া আইফোন উদ্ধার করতে গিয়ে হামলায় ৪ পুলিশ আহত

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৩

মৌলভীবাজারে চুরি হওয়া আইফোন উদ্ধার করতে গিয়ে হামলায় ৪ পুলিশ আহত

মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজারে চুরি হওয়া আইফোন ও অন্যান্য মালামাল উদ্ধার করতে গিয়ে চোর চক্রের সদস্যদের অতর্কিত হামলায় পুলিশের ৪ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (২৪ জুন) দুপুর ২ টার দিকে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বর এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটলেও ওইদিন রাতে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান। পুলিশ জানিয়েছে এ ঘটনায় চুরি হওয়া আইফোন উদ্ধার না হলেও পুলিশের উপর হামলায় ব্যবহৃত কোদাল, দা ও বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে।
আহত পুলিশ সদস্যরা হলেন, সাজ্জাদ হোসেন, উজ্জল মিয়া, নারী পুলিশ সদস্য পপি আক্তার ও মাছুমা আক্তার। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ঘটনার পর পরই উপজেলার গিয়াসনগর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে অভিযুক্ত ৪জনকে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। ওই অভিযানে বিপুল সংখ্যক পুলিশ অংশ নেয় বলে জানা গেছে। আটককৃতরা হলো, জাবেদ মিয়া (২৮) রাশেদ মিয়া (২৫), ফারজানা আক্তার (২২) ও আয়েশা আক্তার (২০)।
বিষয়টি নিয়ে শনিবার রাতে মৌলভীবাজার মডেল থানা পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের হাশেম মিয়া নামের এক ব্যক্তির ব্যবহৃত আইফোনসহ বেশ কিছু মালামাল মৌলভীবাজার শহরের কলিমাবাদ এলাকার জহিরুল ভিলার নীচতলা থেকে চুরি হয়। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রযুক্তির মাধ্যমে জানতে পারে ব্যবহৃত আইফোনটি সদর উপজেলার নিতেশ্বর এলাকার আব্দুল জলিলের ছেলে চিহ্নিত চোর খালেদের বসত বাড়িতে রয়েছে। এমন তথ্যে পুলিশ ওই বাড়িটি রেড দিয়ে অভিযান চালায়। এসময় পুলিশি অভিযানে বাঁধা দেয় অভিযুক্তরা। পরবর্তীতে দা, কোদাল, বাঁশের লাঠি ও কাঠের রোলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের উপর হামলা চালায় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় পুলিশের তরফ থেকে।
নাম প্রকাশে অনেচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, ছিনতাইকৃত মোবাইল উদ্ধার সংক্রান্ত বিষয়ে ফোনে পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি সেখানে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি। এসময় ওই ঘরে ছিনতাইকৃত চোরাই মোবাইল রয়েছে পুলিশের এমন চ্যালেঞ্জের জবাবে পরিবারের সদস্যরা বিষয়টি অস্বীকার করে প্রথমে পুলিশের সাথে তর্কাতর্কির একপর্যায়ে ধস্তাধস্তি শুরু করেন। নারী-পুরুষ মিলে ওই পরিবারের উত্তেজিত সদস্যরা বাঁশ, কোদাল ও দা দিয়ে পুলিশের উপর তেরে আসতেও দেখেছেন বলে জানান তিনি।
মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) মশিউর রহমান জানান, ওই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে উপপরিদর্শক (এসআই) আবু নাঈম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় আটক আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ