শ্রীমঙ্গল পৌরসভায় বিনামূল্যে চাল বিতরণ

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৩

শ্রীমঙ্গল পৌরসভায় বিনামূল্যে চাল বিতরণ

ডায়াল সিলেট ডেস্ক : শ্রীমঙ্গল পৌরসভায় ৪ হাজার ৬২১ টি পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। রবিবার ২৫ জুন সকালে ২০২২-২০২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে প্রতি পরিবারের মাঝে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়।
শ্রীমঙ্গল পৌরসভার মহসিন অডিটরিয়ামে পৌর মেয়র মো. মহসিন মিয়া মধুর সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর কাজী আব্দুল করিম, মীর এম এ সালাম, ছাদ উদ্দিন, আলকাছ মিয়া, মসুদুর রহমান মসুদ, চয়ন রায়, কাউন্সিলর হানিফ চৌধুরী, নারী কাউন্সিলর রোকেয়া পারভীন,তানিয়া আক্তার, ও শারমিন জাহান প্রমুখ।

0Shares