কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরী!

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৩

কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরী!

ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জে কাঁচা বাজার গুলোতে কাঁচা মরিচ চোখ রাঙাচ্ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাঁচা মরিচের দাম। গত দু’দিন ধরে ডাবল সেঞ্চুরী করেছে কাঁচা মরিচের দাম। তবে ১৮০ টাকায় মিলছে আমদানীকৃত হাইব্রিড কাঁচা মরিচ। সোমবার উপজেলার বিভিন্ন কাঁচা বাজার ঘুরে এমন চিত্র পরিলক্ষিত হয়।

   ব্যবসায়ীদের সাথে আলাপ করলে তারা বলেছেন,চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ার কারনে দাম বৃদ্ধি পেয়েছে। তবে কাঁচা মরিচের দাম খুব কম সময়ের মধ্যেই কমে যাবে বলে জানান।

   ভানুগাছ কাঁচা বাজারে কাঁচা মরিচ কিনতে আসা ক্রেতা রমিজ উদ্দিন, জামিল রহমান ও রহমান মিয়া জানান, গত সপ্তাহে প্রতি ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনেছি ২০ টাকায়। আর আজ হঠাৎ করেই তা ৫০ টাকা দিয়ে কিনতে হচ্ছে।

   কাঁচা মরিচের দাম বৃদ্ধির বিষয়ে ভানুগাছ কাঁচা বাজারের ব্যবসায়ী ভুষন রায় জানান, আড়তে কাঁচা মরিচের সরবরাহ কম হওয়ার কারনে বেশী দামে কিনতে হচ্ছে। তাই বাধ্য হয়ে আমরাও বেশী দামে বিক্রি করছি। তবে খুব কম সময়ের মধ্যেই কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে।

এদিকে,কাঁচা মরিচের সঙ্গে পাল্লা দিয়ে নিত্য প্রয়োজনীয় কাঁচা শাক সবজির দাম,মসলার দাম ও বেড়েই চলেছে। যার কারনে নিন্ম আয়ের মানুষের নাভিশ্বাস হয়ে উঠেছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ