শহরে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৩

শহরে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা

ডায়াল সিলেট ডেস্ক :  মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শহরের কুসুমবাগে ৩ টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়।

সোমবার ২৬ জুন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম নেতৃত্বে কুসুমবাগে অবস্থিত সিমি ফুডকে ২ হাজার টাকা, রিক্তা কনফেকশনারীকে ৩ হাজার টাকা, বাবুল মেডিকেল হল কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এতে সহযোগিতা করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম জানান, নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার মৌলভীবাজার সদর উপজেলার কুসুমবাগসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফার্মেসীতে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ