হবিগঞ্জে ২ ছেলের মারামারি, থামাতে গিয়ে আঘাতে মায়ের মৃত্যু

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৩

হবিগঞ্জে ২ ছেলের মারামারি, থামাতে গিয়ে আঘাতে মায়ের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দুই ছেলের মারামারি থামাতে গিয়ে মায়ের মৃত্যু হয়েছে।

মারামারির সময় এক ছেলের আঘাতে মা রাবিয়া বেগম (৪০) মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব এই তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল রোববার উপজেলার কাগাপাশা ইউনিয়নের চাঁনপুর গ্রামে রাবিয়ার ছেলে রিপন মিয়া ও সিপন মিয়ার মধ্যে মারামারি হয়।

ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. এরশাদ বলেন, ‘রাবিয়া দুই ছেলের মারামারি থামাতে এগিয়ে যান। ওই সময় রিপনের হাতে থাকা পাথরের আঘাতে আহত হন তিনি।’

পরে স্থানীয়রা রাবিয়াকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে তিনি মারা যান।

এদিকে, সোমবার সকালে ওই নারীর মৃত্যুর খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ওই গ্রামে যায়।

ওসি অজয় চন্দ্র দেব বলেন, ‘দুই ভাই পলাতক আছেন। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।’

 

0Shares