প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের ত্রিপুরায় রথে আগুন লেগে মৃত্যু হলো ছয় পুণ্যার্থীর। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। রাজ্যের উনকোটি জেলার কুমারঘাটে বুধবার বিকাল ৪টা নাগাদ উল্টোরথ যাত্রার সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর।
জানা গেছে, রথ টানার সময় সেটির চূড়া একটি উঁচু বৈদ্যুতিক তারকে স্পর্শ করলে রথটিতে আগুন লেগে যায়। সেই ঘটনাতেই ছয় জনের মৃত্যু হয়েছে এবং ১৫ জন আহত হয়েছে।
পিটিআই জানিয়েছে, উল্টোরথ যাত্রা উপলক্ষে প্রচুর দর্শনার্থী কুমারঘাটে জড়ো হয়েছিল। প্রায় হাজারেরও বেশি মানুষ লোহার তৈরি ওই রথের দড়ি ধরে টানছিলেন। তখনই ১৩৩ কিলো ভোল্টের বৈদ্যুতিক তার রথের চূড়া স্পর্শ করলে এই বিপত্তি ঘটে।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। টুইটারে তিনি লেখেন, ‘কুমারঘাটে উল্টোরথ টানার সময় একটি মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েকজন দর্শনার্থী প্রাণ হারিয়েছেন। অনেকে আহতও হয়েছেন।
এই ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে রাজ্য সরকার নিহত ও আহতদের পাশে দাঁড়াবে।’ তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলেও টুইটারে জানিয়েছেন।
ত্রিপুরার এআইজি (আইন-শৃঙ্খলা) জ্যোতিষ্মান দাস চৌধুরী পিটিআইকে জানিয়েছেন, ঘটনাস্থলেই ছয়জন মারা গেছেন এবং আরো ১৫ জন দগ্ধ হন। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।
-সূত্র : আনন্দবাজার পত্রিকা
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech