প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২৩
বিনোদন ডেস্ক :: সুখবর দিলেন টালিউডের জনপ্রিয় নায়িকা শুভশ্রী। এ সুখবর জেনে ভক্তরা তাকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছে। সুখবরটি হচ্ছে তিনি দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন।
এই সুখবর তিনি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে পুত্র সন্তান ইউভানের জন্ম দেন তিনি। তিন বছর পর আসতে চলেছে নতুন অতিথি।
২০১৮ সালের মে মাসে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন অভিনেত্রী। তারপর করোনা পরিস্থিতির সময়ে প্রথমবার মা হওয়ার কথা ঘোষণা করেন শুভশ্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দ্বিতীয়বার মা হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন শুভশ্রী। তবে তা যে এমন সুখবরের পূর্বাভাস তা অনেকেই ধারণা করেননি। রাজ-শুভশ্রীর এখন ছেলেকে ঘিরেই সব কিছু, এ কথা বার বার বলে এসেছেন তারা। এবার পরিবারে যোগ হতে চলেছে নতুন সদস্য। সেই ঘোষণাও নায়িকা দিলেন অন্যভাবে।
শুভশ্রী এবং রাজের হাত ধরে লাফাচ্ছে তাদের তিন বছরের ছেলে। সেই ছবিতে শুধু দেখা যাচ্ছে তাদের হাত। ইউভানের চোখে মুখে স্পষ্ট উত্তেজনা। পরনে সাদা টি-শার্ট। যেখানে লেখা ‘বড় দাদা’। এমন ছবি পোস্ট করে নায়িকা লেখেন, ‘ইউভান এবার বড় দাদায় উত্তীর্ণ হল।’
এই খবর প্রকাশ্যে আসা মাত্র নায়িকার ইনস্টাগ্রাম ভরে উঠেছে শুভেচ্ছা বার্তায়। মৌনি রায় থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় একে একে সবাই ভালবাসা জানিয়েছেন। মৌনি লিখেছেন, ‘অনেক ভালবাসা খুদের জন্য। আমি যে তার প্রিয় মাসি হতে চলেছি, তা বলতে কোনো দ্বিধা নেই।’ অভিনেত্রী শ্রাবন্তী শুভেচ্ছা জানিয়েছেন। সৌমিতৃষা কুণ্ডু লিখেছেন, ‘হরে কৃষ্ণ।’
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech