প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক : দেশজুড়ে গত কয়েকদিনে কাঁচামরিচের দাম প্রতি কেজি হাজার টাকার ওপরে পৌঁছেছিল। সেই কাঁচামরিচের দাম মাত্র একদিনের ব্যবধানে নেমেছে অর্ধেকে।
বেশ কয়েকদিন ঊর্ধ্বমুখী থাকার পর মৌলভীবাজারে কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে। কেজিতে ৩০০ টাকা পর্যন্ত কমেছে মরিচের দাম। একদিন আগেও ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হয়েছিল কাঁচামরিচ।
সোমবার ৩ জুলাই সকালে জেলা শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, পাইকারি ব্যবসায়ীরা আড়তদারদের কাছে ২৬০ থেকে ২৮০ টাকায় বিক্রি করেন। হাতঘুরে সেই মরিচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে।
জানা গেছে, ঈদের ছুটি শেষে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় বাজারে এবার ভিন্ন চরিত্র দেখা যায়। টানা ৫ দিন ছুটির পর গতকাল রোববার দেশের বিভিন্ন বন্দরে শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। ছুটি কাটিয়ে কার্যক্রম শুরুতেই দেশে এসেছে ৫৫ মেট্রিক টন কাঁচা মরিচ।
সবগুলো বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হলে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম আরও কমবে বলে দাবি আমদানিকারকদের। এছাড়া দাম বেড়ে যাওয়ার কারণে মানুষ কাঁচামরিচ কম কিনছেন বলে জানিয়েছেন বিক্রেতারা।
কয়েকজন কাঁচামালের আড়তদার জানিয়েছেন, প্রতিদিন বাজারে কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। কাঁচামরিচের বাজার কদিন বেশ চড়া ছিল। দুদিন আগেও প্রতি কেজি কাঁচামরিচ ৫০০ থেকে ৬০০ টাকা দরে বিক্রি হয়েছে। বর্তমানে ২৮০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে সেই মরিচ।
কাঁচা মরিচ বিক্রেতারা অবশ্য সরবরাহ স্বল্পতাকে দুষছেন। তাদের দাবি, দেশের বিভিন্ন স্থানে অতিবৃষ্টিতে কাঁচামরিচের উৎপাদন কম হওয়ায় সরবরাহ কমেছে। তাই স্থানীয় বাজারে কাঁচা মরিচের দাম চড়া ছিল।
চাঁদনীঘাট এলাকার একজন বিক্রেতা বলেন, বাজারে এখন প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। কেজিতে কমেছে অর্ধেক। ভারতের মরিচ এলে দাম আরও কমবে। মূলত বর্ষার কারণে মরিচের সরবরাহ কম। এতে দাম বেড়েছিল।
শহরে টিসিমার্কেট এলাকায় বাজার করতে আসা আব্দুর রহমান বলেন, দাম কমেছে তাই বলে ৩০০ টাকা কেজিতে কাঁচা মরিচ কিনতে হবে? এখনো প্রতিটি নিত্যপণ্যের দাম লাগামহীন। একটি পণ্য কিনতে গেলে অন্য পণ্য কেনা যায় না।
কাঁচামরিচ কিনতে আসা গৃহবধূ আলেয়া আক্তার বলেন, কাঁচামরিচ এখন গলার কাঁটা হয়ে গেছে। এই দামে কাঁচামরিচ কিনতে গেলে সংসারের অন্য খরচাপাতি কীভাবে কিনবো?
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো.শফিকুল ইসলাম জানান, ইতোমধ্যে আমদানি করা কাঁচামরিচ আসতে শুরু করছে। সার্বক্ষণিক বাজার মনিটরিং করা হচ্ছে। অতিরিক্তি দাম আদায়ের সুযোগ নেই।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech