প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৩
মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজার পৌরসভা ২০২৩-২৪ অর্থবছরের ২০২কোটি ৯৬লাখ ৬৩ হাজার ৫৭৯ টাকার বাজেট ঘোষণা করা করেছে। বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান। উপ-সহকারী প্রকৌশল (যান্ত্রিক) মো:আমিনুল ইসলাম এর উপস্থাপনায় বুধবার ৫ জুলাই দুপুরে পৌরসভা অডিটরিয়ামে বাজেট বক্তব্যে পৌর মেয়র জানান, ১১ কোটি ১৬ লাখ টাকা ঋণ নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
ধাপে ধাপে পৌরসভার আয় দিয়ে তিনি এপর্যন্ত ঋণ পরিশোধ করেছেন ৮ কোটি ১০ লাখ টাকার উপরে। পাশাপাশি উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা, মান সম্পন্ন সেবা দেওয়ার লক্ষ্য রেখে এ বাজেট করা হয়েছে। শহরকে পরিচ্ছন্ন রাখতে ইতোমধ্যে কয়েকটি উদ্যোগ নিয়েছেন।
বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১৫ কোটি ৮৩ লাখ ১৩ হাজার ৯৯৬ টাকা, রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৩ লাখ ২১ হাজার ১১৬ টাকা। এ খাতে উদ্ধৃত ধরা হয়েছে ১ কোটি ৭৯ লাখ ৯২হাজার ৮৮০ টাকা।
পৌর মেয়র মোঃ ফজলুর রহমান ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা পর্বে তাঁর বক্তব্য প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান ও প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীসহ পৌরসভার সাবেক মেয়র ও কাউন্সিলরদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রবাসীসহ যে সকল পৌর নাগরীকরা নানা ভাবে পৌরসভার উন্নয়নে সহযোগীতা করছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, শহরের একমাত্র পানি নিষ্কাসনের খাল কুদালীছড়া ময়লা আবর্জনা না ফেলার জন্য পৌর নাগরিকদের আহবান করেন। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়ির ময়লা যাতে ড্রেনে না ফেলেন সে বিষয়ে সকলকে অনুরোধ জানান।
তিনি শহরকে পরিছন্ন রাখতে ইতো মধ্য কয়েকটি উদ্যোগ নিয়েছেন। পহেলা আগষ্ট থেকে প্রত্যেকটি বাসা-বাড়িতে দু’টি করে ডাস্টবিন দেয়া হবে। একটিতে পঁচনশীল ও অন্যটি অপঁচনশীল দ্রব্য ফেলার জন্য।
পরে পৌরসভার গাড়ি এগুলো খালি করে নিয়ে আসবে। এছাড়াও তিনি আগামী ৯ জুলাই পৌরসভার সম্মুখে পলিথিনসহ অপঁচনশীল দ্রব্য ক্রয়ের হাট বসবে বলে জানান।
পৌরসভা ওই হাট থেকে অপঁচনশীল দ্রব্য ক্রয় করবে। বাজেট ঘোষণার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্থ সারথী পাল, মোঃ আসাদ হোসেন মক্কু, মোহাম্মদ নাহিদ হোসেন, ওয়ার্ডে ফয়ছল আহমদ,মোঃ জালাল আহমদ, আনিছুজ্জামান (বায়েছ),সংরক্ষিত নারী কাউন্সিলর নাজমা বেগম, জাহানারা বেগম, জিম্মি আক্তার, সহকারী প্রকৌশলী আব্দুল মালেকসহ মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবগরা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা ।
পরে বাজেটে উপর ও পৌর নাগরিকদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহিন, তমাল ফেরদৌস দুলাল, এস এম উমেদ আলী, এম এ হামিদ, আহমেদ ফারুক মিল্লাদ, হাসানাত কামাল, সালেহ এলাহি কুটি, হোসাইন আহমদ, এ এস কাঁকন, এস এম মেহেদী হাসান।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech