প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৩
‘মনজু বিজয় চৌধুরী॥ পোস্ট-পারটাম ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস’ বা প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবায় সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতাল। প্রসবের পর থেকে এক বছর পর্যন্ত পরিবার পরিকল্পনার জন্য যে কোনও জন্ম নিয়ন্ত্রণের জন্য যে কোনও ব্যবস্থা গ্রহণ করাই প্রসবপরবর্তী পরিবার পরিকল্পনা (পোস্ট পারটাম ফ্যামিলি প্ল্যানিং-পিপিএফপি)।
বৃহস্পতিবার ৬ জুলাই এ পুরস্কার প্রদান করা হয়। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের কাছ থেকে হাসপাতালের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক ও পোস্ট-পারটাম ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস মৌলভীবাজারের সদস্যরা। এসময় সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, মৌলভীবাজার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক খোন্দকার মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, মৌলভীবাজার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ডা. বিশ্বজিৎ ভৌমিক প্রমুখ।
পোস্ট পারটাম ফ্যামিলি প্ল্যানিং বিষয়ে ডা. বিনেন্দু ভৌমিক বলেন, প্রসবের পর থেকে এক বছর পর্যন্ত পরিবার পরিকল্পনার জন্য যে কোনও জন্ম নিয়ন্ত্রণের জন্য যে কোনও ব্যবস্থা গ্রহণ করাই প্রসবপরবর্তী পরিবার পরিকল্পনা বা পোস্ট পারটাম ফ্যামিলি প্ল্যানিং-পিপিএফপি। এই সার্ভিসের আওতায় প্রসব পরবর্তীকালে মায়েদের স্বাস্থ্যঝুঁকি নিরসনে নানা ধরনের সেবা, পরিকল্পনা পদ্ধতি ও দিকনির্দেশনা দেয়া হয়। মৌলভীবাজার সদর হাসপাতালে পোস্ট পারটাম ফ্যামিলি প্ল্যানিং সেবা খুব ভালোভাবে দেওয়া হয়। যে কারণে সিলেট বিভাগে হাসপাতালটি শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
ডা. ভৌমিক বলেন, পোস্ট পারটাম ফ্যামিলি প্ল্যানিং-পিপিএফপি গ্রহণ করলে মায়েদের প্রসব পরবর্তী জটিলতা, মৃ ত্যু ঝুঁকিসহ মা ও শিশুর সঠিক যত্নের ব্যাপারে বিশেষ সুবিধা ও জ্ঞান লাভ করেন। এই পদ্ধতির মাধ্যমে একটি সন্তান জন্মদানের পর আরেকটি সন্তান নেয়ার আগে বাবা-মা দুজনকেই সঠিক পরিকল্পনায় সহায়তা করে।
মাতৃসেবার বিশেষ এই ক্ষেত্রে বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনের ব্যাপারে ডা. বিনেন্দু ভৌমিক বলেন, অবশ্যই এটা অনেক আনন্দের ব্যাপার। এরকম একটি মনোহরা অর্জন আমাদের কর্মোদ্যোগ ও নিষ্ঠাকে উজ্জীবিত করে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech