প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি :: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘বর্তমান সরকারের আমলে আমাদের জনবল ও সক্ষমতা বেড়েছে। লজিস্টিক ইকুপমেন্ট বেড়েছে এবং আমরা আধুনিক প্রযুক্তি দিয়ে যে কোনো ঘটনার তদন্ত করতে পারছি। আমরা আশা করছি নির্বাচনকালীন সময়েও দ্বায়িত্ব পালনের জন্য সব প্রকর প্রযুক্তি পুলিশের এখন আছে। কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
শুক্রবার দুপুরে সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে জেলার হত দরিদ্র অসহায় পরিবারের মধ্যে কাপড় ও খাদ্য সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় আমরা (পুলিশ) নির্বাচন কমিশনের (ইসি) অধীনে দায়িত্ব পালন করে। ইসি যে নির্দেশনা দেবে সে অনুযায়ী কাজ করবো আমরা। নির্বাচন কমিশন আমাদের যে নির্দেশনা দেবে সেই অনুযায়ী বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য জাতীয় নির্বাচনের সময় দায়িত্ব পালন করবে। বাংলাদেশ পুলিশ শত বছরের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান নির্বাচনসহ বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিত রক্ষায় দীর্ঘদিন ধরে সফলভাবে দায়িত্ব পালন করে আসছে। তিনি আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তায় সরকার সবসময় কাজ করছে।
আবদুল্লাহ আল-মামুন বলেন,সুন্দরবনে জলদস্যুদের হাতে এক সময় সাধারন জেলেরা জিম্মি ছিলো। সেই অবস্থা নিয়ন্ত্রণ করতে পেরেছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশে জঙ্গিবাদ,সন্ত্রাসবাদের খেলা চলছিলো। আমরা সবার সহযোগিতায় সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সুনামগঞ্জ হাওরাঞ্চলের থানা গুলোতে আস্তে আস্তে স্পিডবোট দেওয়া হচ্ছে এবং আরো দেওয়া হবে। হাওর কেন্দ্রিক ট্যুরিষ্টদের নিরাপত্তার জন্য ট্যুারিষ্ট পুলিশের একটি ইউনিট দ্রুত দেওয়া হবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী, আর আর এফ সিলেট এর কমান্ডেন্ট মো. হুমায়ুন কবীর, সপ্তম এপিবিএন এর কমান্ডিং অফিসার খন্দকার ফরিদুল ইসলাম, সুনামগঞ্জ পুলিশ সুপার মো. এহসান শাহ প্রমুখ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech