প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক: মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কুল-কলেজ ও মাদ্রাসায় ৬টি নতুন ভবন ও সংস্কার কাজের জন্য ১২ কোটি ৩০ লক্ষ টাকার বরাদ্দ দিয়েছেন। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু এই তথ্য নিশ্চিত করেছেন।
আবু জাফর রাজু জানান, তার ব্যক্তিগত প্রচেষ্টায় গত কয়েক বছরে ব্যাপক পরিমাণ টাকার উন্নয়নে সরকারি অর্থায়নের বরাদ্দ তিনি আনতে সক্ষম হয়েছেন। এ ছাড়া আরও কয়েক কোটি টাকার উন্নয়নমূলক কাজের জন্য বেশ কয়েকটি প্রস্তাব প্রেরণ করেছেন বলেও জানান।
১২ কোটি ৩০ লক্ষ টাকার বরাদ্দ পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়, টিলাগাঁও আজিজুন্নেছা উচ্চ বিদ্যালয়, কর্মধা উচ্চ বিদ্যালয়, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ইয়াকুব তাজুল মহিলা কলেজ, সাধনপুর উচ্চ বিদ্যালয়, হিংগাজিয়া উচ্চ বিদ্যালয়, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ, মনু মডেল কলেজ, রাজনগর উচ্চ বিদ্যালয়, শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়, রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ, দারুছুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসা, হিংগাজিয়া সিনিয়র মাদ্রাসা, শ্রীপুর জালালিয়া ফাজিল মাদ্রাসা, গৌড়করণ নুরুল ইসলামিয়া দাখিল মাদ্রাসা, গিয়াসনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বাংলাটিলা দাখিল মাদ্রাসা ও গণকিয়া দাখিল মাদ্রাসা।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech