দিরাইয়ে ঝুঁকিপূর্ণ লাকড়ির মিলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৩

দিরাইয়ে ঝুঁকিপূর্ণ লাকড়ির মিলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

দিরাইয়ে ঝুঁকিপূর্ণ লাকড়ির মিলে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতিকুল ইসলাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোরে উপজেলার ভাটিপাড়া এলাকার জমির হোসেনের মালিকানাধীন বিদ্যুৎ চালিত লাকড়ির মিলে এই ঘটনাটি ঘটে।

নিহত আতিকুল ভাটিপাড়া গ্রামের আব্দুর রাজিকের ছেলে।

জানা যায়, শুক্রবার ভোরে হঠাৎ মিলের ভেতরে বিকট শব্দ শুনতে পান প্রতিবেশীরা। পরে মিলের মালিককে খবর দিলে তিনি এসে আতিকুলকে বিদ্যুৎ চালিত অরক্ষিত মোটরের পাশে পড়ে থাকতে দেখে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। এভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় লাকড়ির মিল পরিচালনা করায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।

দিরাই থানার ওসি কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

0Shares