প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট সফরে এসেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। শুক্রবার সকালে বিমানযোগে তিনি সিলেট এসে পৌঁছান।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ও পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীকে স্বাগত জানান এসএমপি কমিশনার মো. ইলিয়াছ শরীফ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, এসএমপি পুনাক সভানেত্রী নাসরিন লায়লা।
কমাডেন্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ সিলেট মো. হুমায়ূন কবীর, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড ইএন্ডডি) মুহম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, পুলিশ সুপার সিলেট জেলা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech