কমলগঞ্জে যুবক নিখোঁজের ৪ দিন পর নদীতে ভাসলো লাশ

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৩

কমলগঞ্জে যুবক নিখোঁজের ৪ দিন পর নদীতে ভাসলো লাশ

ডায়াল সিলেট ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজের ৪ দিন পর রোকন মৃধা (১৩) নামের এক কিশোরের মরদেহ শেরপুরে মনু নদীতে ভেসে উঠেছে।

শুক্রবার (৭ জুলাই) বিকালে মৌলভীবাজারের শেরপুর টোল ব্রিজের পাশে তার লাশ ভেসে থাকতে দেখা যায়। পরে স্থানীরা পুলিশকে খবর দিলে শেরপুর পুলিশ তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শনিবার (৮ জুলাই) কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী এ তথ্য জানান। নিহত মৃধা কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের নতুন লাইনের মৃত রাম চরন মৃধার ছেলে। জানা যায়, মঙ্গলবার (৪ জুলাই) ধলাই নদীতে গোসল করতে গিয়ে রোকন মৃধা পানিতে ডুবে যায়। তার সঙ্গে থাকা বাকি দুইজন বাড়িতে চলে এসে বিষয়টি জানায়। পরে, মৃধার পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর তাকে নদীতে খোঁজে পাননি।এব্যাপারের মৃধার পরিবার কমলগঞ্জ থানায় সাধারণ ডায়রি করেন। এদিকে শুক্রবার বিকেলে মৌলভীবাজার জেলার শেরপুর মনু নদীর টোল ব্রিজের পাশে মানুষের লাশ ভেসে থাকতে দেখা যায়। স্থানীরা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, শেরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শেরপুর থানা পুলিশ কমলগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে কমলগঞ্জ থানা পুলিশ ও মৃধার পরিবারের সদস্যরা সেখানে তার পরিচয় নিশ্চিত করেন। পরে কমলগঞ্জ থানা পুলিশ আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেই।

0Shares