মৌলভীবাজারে সিলেট বিভাগের শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার কবি পুলিন চন্দ্র রায় সংবর্ধিত

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৩

মৌলভীবাজারে সিলেট বিভাগের শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার কবি পুলিন চন্দ্র রায় সংবর্ধিত
ডায়াল সিলেট ডেস্ক:  সিলেট বিভাগের শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় মৌলভীবাজারে কবি পুলিন চন্দ্র রায়কে সংবর্ধনা দেয়া হয়েছে। এছাড়াও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) দুপুর ২টায় মৌলভীবাজার শহরের কলাম্বিয়া ইন্টারন্যাশনাল স্কুলের হলরুমে প্রজন্মের সেতুবন্ধন কেন্দ্রীয় কমিটি সিলেট এর সহযোগিতায় অনুষ্ঠানে সিলেট বিভাগের শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায় এর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ ও শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।
মৌলভীবাজার সদর উপজেলার জেলা পুরস্কার প্রাপ্ত (অবঃ) প্রধান শিক্ষক মনু লাল সরকারের সভাপতিত্বে অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক ও ছড়াকার আব্দুল হামিদ মাহবুব।
দিলীপ কুমার রায় এর আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাম্বিয়া ইন্টারন্যাশনাল স্কুল মৌলভীবাজারের প্রিন্সিপাল গহেন্দ্র কুমার বিশ্বাস, ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজ জৈন্তাপুর সিলেটের সহকারী প্রধান শিক্ষক ক্ষীতিশ চন্দ্র সরকার, বেসরকারি মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী ফোরাম মৌলভীবাজার সদর উপজেলা শাখার সভাপতি অবিনাশ বিশ্বাস, বা.কা.ক.প মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রাজেন্দ্র বিশ্বাস, মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহকারী ধর্মীয় বিষয়ক সম্পাদক অখিল বিশ্বাস প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন সহ সংশ্লিষ্ট  স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ অনুষ্টানে উপস্থিত ছিলেন।
0Shares