সুনামগঞ্জে চিনির বস্তা ছিনতাইয়ের মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০২৩

সুনামগঞ্জে চিনির বস্তা ছিনতাইয়ের মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে চিনির বস্তা ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মেহেদী হাসান সাকিবকে (২৫) কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার তাকে আদালতে তোলা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে পুরান বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। সাকিব সুনামগঞ্জ সদর থানার আরপিননগরের নাছির উদ্দীন ওরফে মুছব্বিরের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সুনামগঞ্জ সদর থানার এসআই (উপ পরিদর্শক) হাবিবুর রহমান।

 

চিনি ছিনতাইয়ের ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন বিশ্বম্ভপুর উপজেলার চেংবিলের মো. আকবর আলীর ছেলে ও ব্যবসায়ী মানিক মিয়া।

 

জানা গেছে, গত ৪ জুলাই সুনামগঞ্জ সদরের মল্লিকপুর বিজিবি ক্যাম্প এলাকায় ৮টি ৫০ কেজি ওজনের চিনির বস্তা ছিনতাই হয়।

 

সিএনজি চালিত অটোরিকশায় করে চিনি বিক্রির জন্য বিশ্বম্ভপুরের মথুরকান্দি বাজার থেকে সুনামগঞ্জ পৌর শহরে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে মুদি দোকানি মানিককে ও অটোরিকশা চালক কামরুলকে হাজীপাড়া এলাকায় একটি চায়ের দোকানে নিয়ে মারধর করে অটোরিকশায় থাকা চিনির বাস্তা নিয়ে পালিয়ে যায় সাকিবসহ অজ্ঞাত আসামিরা। পরে মামলা হলে পুলিশ সিসিটিভির ফুটেজ থেকে ছিনতাইয়ের ঘটনায় সাকিবের জড়িত থাকার প্রমাণ মিললে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো.হাবিবুর বলেন, ‘‘মেহেদী হাসান সাকিব নামে একজনকে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে পুরান বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করেছি। ডিবি পুলিশের সহায়তায় সিসিটিভি ফুটেজ থেকে ছিনতাইয়ের ঘটনায় সাকিব জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় রাতে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক অবস্থায় এই ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি সে স্বীকার করেছে।’’

 

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে বলেন, ‘‘সাকিব জেলা ছাত্রলীগের সহ সম্পাদক। শুনেছি সে চিনি ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার হয়েছে।’’

 

0Shares