মৌলভীবাজারের চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৩

মৌলভীবাজারের চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মনজু বিজয় চৌধুরী॥ অবসটেট্রিক্যাল এন্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ. মৌলভীবাজার- এর আয়োজনে সদর হাসপাতাল প্রাঙ্গণে দুপুর ১২টা থেকে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রোববার ৯ জুলাই দুপরে প্রতিবাদ সমাবেশে বিনা তদন্তে চিকিৎসক গ্রেফতার ও নিগ্রহের দাবি জানানো হয়। কর্মক্ষেত্রে চিকিৎসকের নিরাপত্তা দাবী জানান তারা। ডা. মিলির বিরুদ্ধে অন্যায় মামলা প্রত্যাহার, ডা. মুনা ও ডা. শাহজাদীকে স্বসম্মানে জামিন দেওয়ার আহ্বান জানান চিকিৎসকের।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. বিনেন্দু ভৌমিক, গাইনি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. হাদী হোসেন, গাইনি বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত কনসালটেন্ট ডা. সুধাকর কৈরী, গাইনোকোলজি কনসালটেন্ট ডা. নিবাশ পাল, গাইনোকোলজি কনসালটেন্ট ডা. বিশ্বজিৎ ভৌমিক,গাইনোকোলজি কনসালটেন্ট ডা. ফারজানা হক পর্ণা, গাইনোকোলজি কনসালটেন্ট ডা. ইসমত জাহান,গাইনোকোলজি কনসালটেন্ট ডা. মির্জা ফারজানা হলি, গাইনোকোলজি বিভাগের আবাসিক সার্জন ডা. রওশন আরা জামান, গাইনোকোলজি কনসালটেন্ট ডা. বদরুন নাহার রুমি, গাইনোকোলজি কনসালটেন্ট ডা. হুসনে আরা স্বপ্না, সিনিয়র মেডিসিন কনসালট্যান্ট ডা. আব্দুল্লাহ আল মারুফ, সিনিয়র মেডিসিন কনসালট্যান্ট ডা. জিয়াউর রহমান.অর্থোপেডিকস কনসালট্যান্ট ডা. আব্দুল্লাহ আল মামুন,অ্যানেস্থেশিয়া কনসালট্যান্ট ডা. এনাম উর রশিদ দীপু,অ্যানেস্থেশিয়া কনসালট্যান্ট ডা. আবু রায়হান, অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ডা. ভৃগোমুল সিংহ,অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ডা. মঞ্জু লাল রায়,বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. এখলাছুর রহমান, মেডিকেল অফিসার ডা. জয়দীপ পাল প্রমুখ।
গাইনোকোলজি কনসালটেন্ট ডা. মির্জা ফারজানা হলি বলেন- চিকিৎসকেরা রোগীদের প্রত খুবই আন্তিরিক ও যতœশীল। অনেকের ধারণা আছে যে চিকিৎসকেরা কোনো কারণ ছাড়া সিজার করে ফেলেন। এটা সম্পুর্ণ ভুল ধারণা। নিরাপদ প্রসব ও মা ও সন্তানের নিরাপত্তার জন্য প্রয়াজনবোধে সিজার করা হয়। গাইনি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. হাদী হোসেন বলেন- ডা. মিলির বিরুদ্ধে অন্যায় মামলা করা হয়েছে। কোনো তদন্ত ছাড়াই ডা. মুনা ও ডা. শাহজাদীকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। আমরা এই চিকিৎসকদের বিরুদ্ধে অন্যায় মামলা প্রত্যাহার এবং স্বসম্মানে জামিন দেওয়ার জোর দাবি করছি।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ