মৌলভীবাজারে খুলেছে বিদ্যাপীঠ, ডেঙ্গু নিয়ে ভীতি

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৩

মৌলভীবাজারে খুলেছে বিদ্যাপীঠ, ডেঙ্গু নিয়ে ভীতি

ডায়াল সিলেট ডেস্ক:  ডেঙ্গুর প্রকোপের মাঝে দীর্ঘ ছুটি শেষে খুলছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। গত ২৫ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এই সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে ডেঙ্গু মশার বংশ বিস্তারের শঙ্কা আছে। এমন অবস্থায় মধ্যে উচ্ছ্বাসের মাঝেও ভীতি নিয়েই ক্লাসে যাচ্ছে শিক্ষার্থীরা। উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন অভিভাবকরা।

রোববার (৯ জুলাই) সকাল থেকেই সারাদেশের মতো মৌলভীবাজারে সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত ক্লাস শুরু হয়েছে।

শহরের বেশকয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা স্কুলে প্রবেশ করেছে, স্কুলে বেজে উঠেছে সেই চিরপরিচিত ঘণ্টা। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের কলরোল। নির্জীব বিদ্যালয় প্রাঙ্গণ আবার মুখর হলো শিশু–কিশোরের কলকাকলিতে। যেন আলোয় ভরে উঠে বিদ্যাপীঠ।

জানা যায়, এতোদিন পর স্কুলে আসতে পেরে আনন্দের কমতি নেই শিক্ষার্থীদের। অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও রয়েছে কিছুটা ডেঙ্গুর প্রকোপের ভয়-ভীতি।

এদিকে, দীর্ঘদিন বন্ধ থাকার পর শহরের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ফেরার আগেরদিন স্কুলের আঙ্গিনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। ডেঙ্গু প্রতিরোধে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শহরের বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে পরিচ্ছন্নতা ও মশার লার্ভা নিধন কার্যক্রম।

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মালিয়া ও ঐশী জানায়, অনেকদিন পর স্কুলে এসে খুবই ভালো লাগছে। বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে।

সপ্তম শ্রেণির শিক্ষার্থী মুন আক্তার, কথন ও নাফিজা জানায়, শুনেছি ডেঙ্গুর প্রকোপের কথা। তাই ভয় নিয়েই ক্লাসে যাচ্ছি। অবশ্যই সতর্ক থাকব।

অভিভাবক সন্দীপ দাস বলেন, আমার দুই সন্তানকে স্কুলে দিয়ে আসলাম। কিন্তু চিন্তায় আছি, ডেঙ্গুর প্রকোপ নিয়ে।

আরেক অভিভাবক নাফিসা নাসরিন বলেন, শুনেছি স্কুলের আশপাশসহ প্রতিটি ক্লাস পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। তারপরও ছোট্ট ছেলেকে স্কুলে পাঠিয়ে একটু ভয়ে আছি।

শহরের আলী আমজাদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণারায় ভৌমিক জানান, বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফেরার আগেরদিন স্কুলের আঙ্গিনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। পাশাপাশি মশার ওষুধ ছিটানো হয়েছে। ছাত্র-ছাত্রীদের ক্লাস উপযোগী করে বিদ্যালয় প্রস্তুত করা হয়েছে।

মৌলবাজারের পৌরমেয়র মো. ফজলুর রহমান জানান, ডেঙ্গু প্রতিরোধে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শহরের বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশার লার্ভা নিধন কার্যক্রম। গতকাল থেকে শহরের বিদ্যালয়গুলোতে পরিচ্ছন্ন ও মশার ওষুধ ছিটানোর কার্যক্রম শুরু হয়েছে। তাছাড়া ধারাবাহিকভাবে পাড়া-মহল্লায়ও এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ