শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলেন ৫৫৬ রোগী

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৩

শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলেন ৫৫৬ রোগী

ডায়াল সিলেট ডেস্ক:  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এসময় ৫৫৬ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

শনিবার (৮ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত শহরের কালিঘাট রোডস্থ ইনোভা ডায়াগনস্টিক সেন্টারে বিনামূল্যে রোগীদের চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শ্রীমঙ্গল সোশ্যাল অর্গানাইজেশন এর আয়োজনে এবং মাতারকাপনস্থ বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত চক্ষু শিবিরে  বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. সৈয়দ জিসান আহমদের নেতৃত্বে মেডিকেল টিমে চিকিৎসা সেবায় ছিলেন ডা. আব্দুল মান্নান, ডা. আব্দুল বাতেন তালুকদার এবং ডা. আব্দুশ শুকুর।

সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত মোট ৫৫৬ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বলে সংগঠন সূত্রে জানা যায়।

এর মধ্যে ৩৬০ জন রোগীর প্রাথমিক চিকিৎসা, ১৫০ জন রোগীকে চশমা এবং ৪৬ জন রোগীকে ছানি অপারেশন করা জন্য সংগঠনের পক্ষ থেকে মৌলভীবাজার মাতারকাপন হাসপাতালে প্রেরণ করা হয়েছ।

সংগঠন সূত্রে আরও জানা যায়, বিনামূল্যে ছানি অপারেশন করা হবে এবং তাদের বাড়িতে নিয়ে আসার খরচও বহন করবে সোশ্যাল অর্গানাইজেশন।

0Shares