ঢাকা ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখা’র শহীদ হালিম দিবসের আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক: ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখা’র উদ্যোগে শহীদ হালিম দিবস উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) সকাল ১১টায় শাহ্ মোস্তফা সড়কস্থ দলীয় কার্যালয়ে ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এস এম জায়েদ রেজা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য ও মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শাহ্ মহিবুর রহমান জালালি।
ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হক এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ রিয়াজ উদ্দিন, অর্থ সম্পাদক মুহিতুল হাসান, মামুন আহমেদ, আফছার আহমদ, জুবেল মিয়া, আল আমিন, নাছির উদ্দীন প্রমুখ।
পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াত, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের মাধ্যমে শহীদ হালিম দিবসের আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্টানের সমাপ্তি করা হয়।