কুলাউড়ায় জিলান হত্যা মামলায় গ্রেপ্তার ৩

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৩

কুলাউড়ায় জিলান হত্যা মামলায় গ্রেপ্তার ৩

মনজু বিজয় চৌধুরী॥ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার প্রধান আসামি ঘাগটিয়া এলাকার রুমেল খান, হেলাল আহমদ ও মাহি হোসেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুছ ছালেক সোমবার (১০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জিলান হত্যাকাণ্ডের ঘটনায় ৯ জুলাই বিকালে নিহতের বাবা আবদুল হামিদ নয়জনের নাম উল্লেখ করে আরও পাঁচ থেকে ছয় অজ্ঞাতনামা আসামি করে কুলাউড়া থানায় হত্যা মামলা করেন। মামলার আগে ও পরে পুলিশ উপজেলার জয়চণ্ডী ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

৩ জুলাই সন্ধ্যায় কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের আবদুল হামিদের ছেলে জিলান মোটরসাইকেলে করে তার ছোট ভাইকে শহরে বাসে তুলে দিতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত হন। ৭ জুলাই দিবাগত রাতে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ