কুলাউড়ার সাবেক এসিল্যান্ড আবরাউল হাছান যশোরের ডিসি

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৩

কুলাউড়ার সাবেক এসিল্যান্ড আবরাউল হাছান যশোরের ডিসি

ডায়াল সিলেট ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি), বর্তমানে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারকে যশোরের জেলা প্রশাসক পদে নিয়োগ দিয়েছে সরকার।
রবিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞাপনে সই করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি।
২৪তম বিসিএসের কর্মকর্তা মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ২০০৫ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। যোগদানের পর তিনি বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করে রাঙ্গামাটি ও ২০০৯ সালের ৬ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাংস্কৃতিক মন্ত্রণালয় সচিবের একান্ত সচিব, বান্দরবনের তানচি উপজেলা এবং নোয়াখালীর চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়রের একান্ত সচিবের দায়িত্ব পালনের পর থেকে ২০১৯ সাল থেকে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর একান্ত সচিব পদে কর্মরত থাকা অবস্থায় রবিবার যশোরের জেলা প্রশাসক পদে তাকে নিয়োগ দেয় সরকার।

চট্গ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স সম্পন্ন করা অত্যন্ত মেধাবী ও সদালাপী মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা।

0Shares