প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক: নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা, জাতীয় সমাজতান্ত্রিক দল এর প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান দাদা ভাইয়ের স্মরণ সভা রোববার বিকালে পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আসম সালেহ সুহেলের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক হাসান আহমদ রাজার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য প্রবীন রাজনীতিবিদ গিয়াস উদ্দিন আহমদ, প্রবীন আইনজীবি ১৪ দফা চেতনা পরিষদের কেন্দ্রীয় আহবায়ক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, গণফোরামের কেন্দ্রীয় নেতা সিনিয়র আইনজীবি এডভোকেট শান্তিপদ ঘোষ, বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মইনুর রহমান মগনু, জেএসডি কেন্দ্রীয় সহ সভাপতি আহসান উদ্দিন চৌধুরী সুইট, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা জাসদের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, মৌলভীবাজার কলেজের সাবেক অধ্যক্ষ ড. ফজলুল আলী সুকু, রাজনগর কলেজের সাবেক অধ্যক্ষ রজত কান্তি গোস্বামী, গণফোরাম নেতা সাংবাদিক বকসি ইকবাল, সাংবাদিক ও লেখক আমিনুর রশীদ বাবর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল মতিন, পাতাকুড়ি দেশ সম্পাদক হুমায়েদ আলী শাহীন, ১৪ দফা চেতনা পরিষদের নেতা আব্দুর রহিম, সিপিবির মৌলভীবাজার জেলার ভারপ্রাপ্ত সম্পাদক জহুরলাল দত্ত, ওয়াকার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক শিব প্রসন্ন ভট্টাচার্য্য শিবন, বাংলাদেশ জাসদ সদর উপজেলা সভাপতি হারবি হেডেন পেনট্রিজ অপু, সাধারণ সম্পাদক সোহেল সামাদ খাঁন পলাশ, বালাদেশ যুব জোট মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক সৈয়দ কামাল জামান প্রমুখ।
সভার শুরুতে সিরাজুল আলম খান দাদা ভাইয়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করা হয় ও প্রবাসী জাসদ নেতা সৈয়দ এলাহী হক সেলু, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সম্পাদক হোসাইন আহমদ তফসির, কুলাউড়া উপজেলা জাসদের সিনিয়র সহ সভাপতি সফিক মিয়াসহ প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech