প্রকাশিত: ২:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২৩
ডায়াল সিলেট রিপোর্ট :: সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্যের সমাবেশ’। বিএনপির তিন সহযোগী সংগঠন- যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে সিলেট আলিয়া মাদরাসা মাঠে রবিবার (৯ জুলাই) বিকাল ৩টায় এ সমাবেশ শুরু হয়।
রবিবার দুপুর থেকেই সিলেটের বিভিন্ন স্থান থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা আলিয়া মাদরাসা মাঠে এসে জড়ো হতে শুরু করেন। কয়েক হাজার লোক সমাগমের সুযোগ নিয়ে আলিয়া মাঠে অপতৎরতা চালায় পকেটমাররা। সমাবেশ শেষে নেতাকর্মীরা জানান, ‘তারুণ্যের সমাবেশ’ থেকে অন্তত: অর্ধশত মোবাইল ফোন চুরি হয়েছে।
জানা গেছে, সিলেট মহানগর বিএনপি নেতা ও সাবেক সিসিক কাউন্সিলর দিনার খান হাসুর নগদ ৫৫ হাজার টাকা ও জরুরি কাগজপত্র খোয়া গেছে। এ নিয়ে ফেসবুকে স্টেটাসও দেওয়া হয়েছে।
এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় বেশ কয়েকজন যুবদল ও ছাত্রদল নেতার মোবাইল ফোন চুরি হয়েছে বলে বিএনপির দলীয় একটি সূত্র জানিয়েছে।
এর আগে গত বছরের ১৮ নভেম্বর একই স্থানে অনুষ্ঠিত সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ থেকেও এভাবে বিএনপির শতাধিক নেতাকর্মীর মোবাইল ও মানিব্যাগ চুরির ঘটনা ঘটে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech