প্রকাশিত: ২:৪৫ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০২৩
স্পোর্টস ডেস্ক :: মাঠ, প্রতিদ্বন্দ্বী সব একই আছে। শুধু প্রেক্ষাপটটা পাল্টে গেছে। প্রায় দেড় বছর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ এবং আফগানিস্তানের তৃতীয় ও শেষ ম্যাচটিও ছিল এক দলের হোয়াইটওয়াশের মিশন, আর অন্য দলের হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচার মিশন।
এবারও ঠিক তাই আছে। তবে আগেরবার টাইগাররা ছিল চালকের আসনে। গতবার এই আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল তামিম বাহিনীর ৩-০‘তে সিরিজ জিতে আফগানদের ‘বাংলাওয়াশ’ করার ম্যাচ।
প্রথম দুই ম্যাচে ৪ উইকেট ও ৮৮ রানে জিতে সিরিজ পকেটে পুরে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি শেষ ম্যাচ খেলতে নেমে ব্যাটারদের চরম ব্যর্থতায় ৭ উইকেটে হেরে গিয়েছিল তামিমের দল। তাতে টাইগারদের স্বপ্নপূরণ না হলেও আফগানদের লজ্জা নিবারণ হয়েছিল। এবার তার উল্টো অবস্থা।
বৃষ্টিভেজা প্রথম ম্যাচে ডিএল মেথডে ১৭ রানে এবং পরের ম্যাচে ১৪২ রানের বিরাট পরাজয়ে সিরিজ খুইয়ে বসা লিটন দাসের দল পড়েছে হোয়াইটওয়াশ হওয়ার খপ্পরে।
১৭ মাস পর, আজ সাগরিকার শেষ ম্যাচের আগেই সিরিজ হাতছাড়া হয়েছে স্বাগতিকদের। মঙ্গলবার রাতে হাসমতউল্লাহ শহিদির দল জিতলেই ধবলধোলাই হবেন লিটন, সাকিব, মুশফিক, শান্ত, মিরাজরা।
আগেরবার আফগানরা লজ্জা এড়ানোর ম্যাচ জিতেছিল দাপট দেখিয়ে। রশিদ খান (৩/৩৭), মোহাম্মদ নবি (২/২৯) আর ফজল হক ফারুকিদের (১/৩৩) সাঁড়াশি বোলিং তোড়ে মাত্র ১৯২ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরে গিয়েছিল তামিমের দল।
এবার ৮ জুলাই দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত শতরান করা আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ দারুণ শতক (১১০ বলে ১০৬*) উপহার দিলে ৫৯ বল আগেই জয় তুলে নিয়েছিল আফগানরা।
আজ কি হবে? পুরো সিরিজে ব্যাট ও বল হাতে অনুজ্জ্বল স্বাগতিকরা কি ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে ঘুরে দাঁড়াতে পারবে? লিটন, শান্ত, সাকিব, মুশফিক, তাওহিদ হৃদয়রা কি ব্যাট হাতে মাথা তুলে দাঁড়াতে পারবেন? সাকিব, মিরাজ আর তাসকিনরা কি বারুদ মাখানো বোলিং করতে পারবেন?
নাকি শেষ ম্যাচেও নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখে লিটনের দলকে ধবলধোলাই করবে হাসমতউল্লাহ শহিদির দল?
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech