ঢাকা ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
মৌলভীবাজার সদর উপজেলা পর্যায়ে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগীতার বিজয়ীদের সনদ বিতরণ
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৩
মনজু বিজয় চৌধুরী। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সংস্কৃতি ও বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগীতা হয়ে থাকে।
এরই আলোকে মৌলভীবাজার সদর উপজেলায় তিনদিনব্যাপী শিশু পুরষ্কার প্রতিযোগীতা ২০২২-২০২৩ (২বছরের) উপজেলা পর্যায়ের বিজয়ীদের আজ বুধবার (১২জুলাই) সদর উপজেলার হলরুমে প্রতিযোগীতার সনদ বিতরন করা হয় ।
সনদ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান মোঃ কামাল হোসেন , উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) সাদিয়া সুলতানা , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সামাদ প্রমূখ।
উপজেলা পর্যায়ে বিজয়ীরা জেলা পর্যায়,বিভাগীয় পর্যায় এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ে অংশগ্রহন করবে।জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগীতাকে ৩টি বিষয়ে ভাগ করা হয়েছে।
শিক্ষা বিষয়ক,সাংস্কৃতিক বিষয়ক ও ক্রীড়া বিষয়ক।শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিযোগীতা বিষয়ভেদে ক,খ ও গ এই ৩টি বিভাগে বিভক্ত।ক্রীড়া বিষয়ক প্রতিযোগীতা বালক ও বালিকা ২টি বিভাগে বিভক্ত।ক বিভাগে ১ম-৫ম শ্রেণি,খ বিভাগে ৬ষ্ঠ-৮ম শ্রেণি এবং গ বিভাগে ৯ম-১০ম শ্রেণি।