সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর শপথ পাঠ করায় বৃটেনের সোয়ানসীতে আনন্দ সভা ও মিষ্টিমুখ অনুষ্ঠান,,

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২৩

সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর শপথ পাঠ করায় বৃটেনের সোয়ানসীতে আনন্দ সভা ও মিষ্টিমুখ অনুষ্ঠান,,

নাজমুল সুমন:  সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৩ জুলাই) দুপুর সোয়া ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। পর দিন সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বাচিত কাউন্সিলরবৃন্দদের নিয়ে টুঙ্গিপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জেয়ারত, জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি এবং উনার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
এদিকে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করায় গতকাল ৯ ই জুলাই রোববার বৃটেনের সোয়ানসী আওয়ামীলীগ পরিবারের পক্ষ থেকে সোয়ানসীর পোর্টালবাটে দ্যা গ্র্যান্ড সুলতানে মিষ্টিমুখ ও আনন্দসভার আয়োজন করা হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে বিজয়ী নবনির্বাচিত আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতিক নিয়ে বিশাল ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ায় আনোয়ারুজ্জামান সমর্থনে সোয়ানসী আওয়ামীলীগ পরিবারের উদ্যোগে এক আনন্দ সভা ও মিষ্টি মুখ অনুষ্ঠিত হয়েছে।
সোয়ানসী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান মনার সভাপতিত্বে ও সোয়ানসী যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান এর সঞ্চালনায় উক্ত আনন্দ সভা ও মিষ্টি মুখ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলস আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যাটারাস এসোসিয়েশন এর প্রেসিডেন্ট আব্দুল লতিফ কয়সর, সাধারণ সম্পাদক আহমেদ আলী, সোয়ানসী আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান মকবুল, সহ সভাপতি মনফর আলী, ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, সহ সভাপতি রকিবুর রহমান, সোয়ানসী যুবলীগের সভাপতি শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক গোলাম কবির রুমেল, কাবুল ইসলাম,শেখ সুমন তরফদার, আসাদ মিয়া,বাবলু খান, আব্দুল খালিক,আকবর আলী, নিক্সন মিয়া,সুয়েব আফজল শামীম, পাবলু মিয়া,
সমছু মিয়া,ওলিউর রহমান মানিক ও মজনু মিয়া
সহ অন্যান্যদের মধ্যে কার্ডিফ সোয়ানসী ব্রীজের পর্টালবাট সহ ওয়েলসের বিভিন্ন স্থান থেকে আগত নেতৃবৃন্দরা।
এখানে উল্লেখ্য যে গত ২১ জুন অনুষ্ঠিত হয় সিলেট সিটি করপোরেশন নির্বাচন। মেয়র হিসাবে মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বিজয়ী হন। সিলেটে আনোয়ারুজ্জামান নৌকা প্রতীক নিয়ে ৬৯ হাজার ১২৯ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।**************
নাজমুল সুমন, কার্ডিফ, ওয়েলস ইউকে।

0Shares