প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক: কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলাকে ভুমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা উপলক্ষে এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হক।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হক বলেন জুলাই মাসের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের অন্যান্য উপজেলার সাথে কুলাউড়াকে ভুমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করবেন। তিনি বলেন, কুলাউড়াকে ভুমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হলেও আশ্রায়ন প্রকল্পের কার্যক্রম ২০২৫ সাল পর্যন্ত চলমান থাকবে। ফলে কেউ বঞ্চিত হলে তাকে এ কার্যক্রমের আওতায় পুনর্বাসনের সুযোগ রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান সারা দেশের আশ্রয়হীন মানুষের পুনর্বাসনের ও কুলাউড়াকে ভুমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণার উদ্যোগ নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানান।
ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকার বলেন, আশ্রায়ন প্রকল্পের আওতায় ইতিমধ্যে ১ম ধাপে ৯৬ জন, ২য় ধাপে ১১০ জন, ৩য় ধাপে ১০০ জনসহ মোট ৩২৩ পরিবারকে পুনর্বাসন করে সরকারি ভুমিসহ গৃহ বরাদ্দ দেয়া হয়েছে। ৪র্থ ধাপে আরও ৯৬ পরিবারকে পুনর্বাসন করে জুলাই মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুলাউড়াকে ভুমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা দেবেন। এটি কুলাউড়াবাসীর জন্য গৌরবের বিষয়।
সভায় আরও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান ও জাফর আহমদ গিলমান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, কুলাউড়া হাসপাতালের ডাঃ ময়নুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, সাংবাদিক ফোরামের জেলা সম্পাদক এম মছব্বির আলী, সাংবাদিক আজিজুল ইসলাম, চৌধুরী আবু সাইদ ফুয়াদ, মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপনসহ সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানবৃন্দ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech