প্রধানমন্ত্রীর অনুদান পেলেন মৌলভীবাজারের সাংবাদিক হোসাইন ও অলক

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৩

প্রধানমন্ত্রীর অনুদান পেলেন মৌলভীবাজারের সাংবাদিক হোসাইন ও অলক

ডায়াল সিলেট ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর অনুদান পেলেন মৌলভীবাজারের সাংবাদিক হোসাইন আহমদ ও এ.কে. অলক। ১০ জুলাই (সোমবার) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে অসুস্থ্য, অস্বচ্ছল এবং দুর্ঘটনায় আহত ও নিহত সাংবাদিক পরিবারের অনুকুলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে অনুদানের চেক তোলে দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ব্যক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েল সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার। পিআইপি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ (বাদল) সহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন। সারা দেশে থেকে ৭১ জন সাংবাদিক ও তাদের পরিবারের মধ্যে অনুদানের এ চেক বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর অনুদানপ্রাপ্ত সাংবাদিক হোসাইন আহমদ প্রতিক্রিয়ায় বলেন, এই স্বীকৃতি মূলধারার সাংবাদিকতায় আমার আরও দায়িত্বশীলতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বাড়াবে। মফস্বল পর্যায়ে অসুস্থ্য, অসচ্ছল এবং দুর্ঘটনায় আহত ও নিহত সাংবাদিক পরিবারের মধ্যে আগামীতে বৃহত্তর আকারে অনুদান দেয়ার আহবান করেন তিনি। অপর সাংবাদিক এ.কে. অলক বলেন, যেকোনো স্বীকৃতি, সম্মাননা বা অনুদান প্রাপ্তি কর্মক্ষেত্রে উৎসাহ উদ্দীপনা যোগায়। মফস্বল শহরে বসবাস করে প্রধানমন্ত্রীর অনুদান পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার কর্মক্ষেত্রে যারা সবসময় সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। উল্লেখ্য, অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে গত ২৯ অক্টোবর ২০২২ইং রাত ৯টায় মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডের প্রধান ডাকঘরের সামনে সাংবাদিক হোসাইন আহমদ সন্ত্রাসীদের অতর্কিত হামলার স্বীকার হন। এরই প্রেক্ষিতে আহত ক্যাটাগরিতে এসএ টিভি, দৈনিক যুগান্তর, ডেইলি ইন্ডাস্ট্রি ও সিলেটের ডাক এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ এবং চোখের চিকিৎসার জন্য অসুস্থ ক্যাটাগরিতে মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন (রেজি নং মৌল-০৩৮) সাধারণ সম্পাদক ও ইংরেজি দৈনিক দি বাংলাদেশ টুডে মৌলভীবাজার জেলা প্রতিনিধি এ.কে. অলক মাননীয় প্রধানমন্ত্রী’র এ অনুদান পেয়েছেন ।

0Shares