প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক: মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ০২ আসামিসহ ওয়ারেন্টভুক্ত ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল (১৪ জুলাই) রাতে মৌলভীবাজার সদর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এই আসামিদের গ্রেফতার করা হয়।
শুক্রবার রাতে মৌলভীবাজার সদর থানার এসআই জাকির হোসেন রুবেল সঙ্গীয় অফিসার ফোর্সসহ সদর থানার আথানগিরি এলাকায় অভিযান পরিচালনা করে সিআর ১৩৪/২১ (সদর) মামলায় পেনাল কোডের ৪২০ ধারায় ০২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০,০০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামি নিখিল কুমার বৈদ্যকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি নিখিল কুমার বৈদ্য মৌলভীবাজার সদর থানাধীন আথানগিরি গ্রামের ক্ষিতীশ চন্দ্র বৈদ্যের ছেলে।
মৌলভীবাজার সদর থানার অপর এক অভিযানে এএসআই রেজাউল করিমের নেতৃত্বে সিআর ৪৫৩/১৯ (সদর) মামলায় এনআই অ্যাক্ট এর ১৩৮ ধারায় ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত পলাতক আসামি রুমেল মিয়াকে গ্রেফতার করা হয়। রুমেল মিয়া মৌলভীবাজার সদর উপজেলার বড়হর তিলক গ্রামের মৃত ছমির মিয়ার ছেলে।
এছাড়া থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ১। আক্তার মিয়া, পিতা-মৃত মোশাহিদ মিয়া, সাং-কাজিরগাঁও, ২। শাহজাহান মিয়া, পিতা-আব্দুর রাজ্জাক, সাং-মাতারকাপন, ৩। শারিফ উদ্দিন, পিতা-শেখ জয়নুল্লাহ, সাং-হিলালপুর, ৪। কুদ্দুস মিয়া, পিতা-মৃত আরজত উল্ল্যা, ৫। এনামুল হক, পিতা-মৃত রাহাত উল্লাহ মিলন, সাং-কামালপুর, ৬। কামাল মিয়া, পিতা-কুদ্দুস মিয়া, উভয় সাং-পশ্চিম শ্যামেরকোনা, ৭। রাহিম মিয়া, পিতা-মৃত আজাদ মিয়া, সাং-শ্রীবাউর, সর্ব থানা ও জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করা হয়েছে।
মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, ” গতকাল রাতে থানার কয়েকটি টিম একসাথে থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে আমরা সাজাপ্রাপ্ত ০২ আসামিসহ ওয়ারেন্টভুক্ত ০৯ জনকে গ্রেফতার করতে সক্ষম হই। আজ সকালে গ্রেফতারকৃত সব আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ”
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech