২ মাদক ব্যবসায়ীকে আটক

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৩

২ মাদক ব্যবসায়ীকে আটক

ডায়াল সিলেট ডেস্ক: কুলাউড়া এবং জুড়ী থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আজ (১৫ জুলাই) রাতে কুলাউড়া থানাধীন  ভাটুতগ্রাম এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ আজিজুর রহমান @ রিপন মিয়া নামে একজনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে
কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া উপজেলার ৮নং রাউতগাঁও  ইউনিয়নের ভাটুতগ্রাম এলাকায় আটককৃত আসামি আজিজুর রহমানের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

আটককৃত ব্যক্তির ঘর তল্লাশি করে একটি লাল পলিথিনের ভেতর থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আটককৃত আজিজুর রহমান @ রিপন মিয়া কুলাউড়া থানাধীন রাউতগাঁও ইউনিয়নের ভাটুতগ্রাম এলাকার মৃত তছির মিয়ার ছেলে।

গতকাল (১৪ জুলাই) রাতে জুড়ী থানা পুলিশের বিশেষ এক অভিযানে ৪০৫ গ্রাম গাঁজাসহ জসীম উদ্দিন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে জুড়ী থানার এসআই মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্সসহ জুড়ী থানাধীন ০৭ নং ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের আটককৃত আসামি জসীম উদ্দীনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।

ঘটনাস্থলে তল্লাশি করে আটককৃত ব্যক্তির ঘরের খাটের উপরে একটি সিলভারের পাত্রের ভেতর সাদা কাগজ দিয়ে মোড়ানো ২০৫ টি গাঁজার পুড়িয়ায় মোট ৪০৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আটককৃত জসীম উদ্দিন জুড়ী উপজেলার ০৭ নং ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের নুর মিয়ার ছেলে।
এই দুই ঘটনায় কুলাউড়া ও জুড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১৯(ক) ধারায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। আজ সকালে আসামিদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

0Shares