প্রকাশিত: ৩:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: সরকারের পদত্যাগের দাবিতে আজ মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীসহ সারাদেশে পদযাত্রা করবে বিএনপিসহ সমমনা দলগুলো। এটি সরকার পতনের এক দফার আন্দোলনের যুগপৎ প্রথম কর্মসূচি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, গাবতলী থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা করবে। আজ মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে গাবতলী এস এ খালেক বাস স্টেশন সামনে থেকে এ পদযাত্রা কর্মসূচি শুরু হবে।
এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমানউল্লাহ আমান। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক।
গণতন্ত্র মঞ্চের পদযাত্রা মিরপুর ১২ নম্বর থেকে বেলা ১১টায় শুরু হবে। নেতৃত্ব দেবেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। ১২ দলীয় জোট দুপুর ২টা ৩০ মিনিট কাকরাইল মোড় থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত। নেতৃত্ব দেবেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। জাতীয়তাবাদী সমমনা জোট দুপুর ১২টায় বিজয় নগর পানির ট্যাংক সামনে ইত্তেফাক মোড়। নেতৃত্ব দেবেন জোটের শীর্ষ নেতারা।
গণফোরাম মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে বেলা ৩টায় গণফোরাম চত্বর থেকে শুরু হয়ে প্রেসক্লাব পর্যন্ত। গণঅধিকার পরিষদ (নুরু) বিকেলে পুরানা পল্টন কালভাট রোড দলীয় অফিস সামনে থেকে কারওয়ান বাজার পর্যন্ত। এলডিপি কাওরানবাজার এফডিসি সংলগ্ন অফিস সামনে থেকে বেলা ১১টা মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত।
গণ অধিকার পরিষদ-(ডক্টর রেজা কিবরিয়া) বেলা ৩টা জাতীয় প্রেস ক্লাব সামনে থেকে পদযাত্রা শুরু করবে। লেবার পার্টি বেলা ১১টা জাতীয় প্রেস ক্লাব সামনে থেকে টিকাটুলি মোড় পর্যন্ত। গণতান্ত্রিক বাম ঐক্য জোট সকাল ১০টা ৩০ মিনিট জাতীয় প্রেস ক্লাব সামনে থেকে শাহবাগ হয়ে ধানমন্ডি পর্যন্ত। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বেলা ১১টা জাতীয় প্রেস ক্লাব সামনে থেকে শাহবাগ পর্যন্ত।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech