প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক: কমলগঞ্জের শমশেরনগর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ৮ বোতল বিদেশি মদসহ নির্মল পাল (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১৭ জুলাই) রাতে এসআই কাশী চন্দ্র শর্মার নেতৃত্বে পুলিশের একটি টিম কমলগঞ্জ থানাধীন ০৪ নং শমশেরনগর ইউনিয়নের শমশেরনগর টু পীরের বাজার রোডের ময়নাবুড়ির উঠনি নামক এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে আটক করে।
এসময় আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার সাথে থাকা একটি ব্যাগ থেকে ৩৭৫ মিলি. পরিমাপের Master Blender’s Signature Whisky লেখা ০৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
আটককৃত নির্মল পাল শমসেরনগর ইউনিয়নের কানিহাটি চা বাগানের গির্জাপাড়া এলাকার দিলীপ পালের ছেলে।
এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ২৪(ক) ধারায় কমলগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech