কুলাউড়ায় বিজ্ঞান শিক্ষা উন্নয়ন বিষয়ক সেমিনার

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৩

কুলাউড়ায় বিজ্ঞান শিক্ষা উন্নয়ন বিষয়ক সেমিনার

ডায়াল সিলেট ডেস্ক:মৌলভীবাজারের কুলাউড়ায় বিজ্ঞান শিক্ষা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে কুলাউড়া এনজিও ওয়াফ’র আয়োজনে ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়নে ও শিক্ষার্থীদের বিজ্ঞানে ভীতি দূর করে বিজ্ঞান মনষ্ক করে গড়ে তোলার লক্ষ্যে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার এর সভাপতিত্বে ও ওয়াফ’র সমন্বয়কারি মোঃ আতিকুর রহমানের উপস্থাপনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য সেবা কর্মকর্তা তাছফিয়া রহমান ও কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। সেনিারে মূল বক্তব্য উপস্থাপন করেন ওয়াফ নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মালিক।
সেমিনারে আলোচনায় অংশ নেন রাউৎগাও উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহমুদুর রহমান, মাষ্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহেদ আলী, অগ্রনী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মন্তাজ আলী, কানিহাটি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমদ, ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাসুদ আহমদ, আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ সহকারী শিক্ষক শশাঙ্ক শেখর গোস্মামী, লক্ষীপুর মিশন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবাশীষ আচার্য্য, গণমাধ্যম কর্মী মিন্টু দেশওয়ারা ও মাহফুজ শাকিল, এনজিও এফআইবিডিবি সত্য নাইডু প্রমুখ।
সেমিনারে একটি স্কুলকে বিশেষ উদ্যোগ নিয়ে বিজ্ঞান শিক্ষার বিশেষ পরিবর্তন আগামী ৬ মাসের মধ্যে প্রদর্শনের, বিজ্ঞান ক্লাসগুলো নিয়মিত করতে রুটিন তৈরি করে ক্লাস করা, বিজ্ঞান ল্যাব এবং বিজ্ঞান যন্ত্রপাতির নিয়মিত ব্যবহার নিশ্চিত করা, ব্যবহারিক ক্লাস পরিচালনায় দক্ষতার জন্য বিজ্ঞান শিক্ষকদের প্রশিক্ষণ এবং বিজ্ঞান মেলাসহ অন্যান্য বিজ্ঞান কার্যক্রমে সকল প্রতিষ্ঠানকে নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়।

0Shares