বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)’র ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা শাখার আয়োজনে আলোচনা সভা

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৩

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)’র ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা শাখার আয়োজনে আলোচনা সভা

ডায়াল সিলেট ডেস্ক: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)’র ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান পালন করেছে।

সোমবার ১৭ জুলাই রাত ১০টার দিকে মৌলভীবাজার শহরের সেন্টাল রোডস্থ বাজুসের কার্যালয়ে আলোচনা-সভা ও কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন করা হয়।

মৌলভীবাজার বাজুসের সভাপতি পঙ্কজ রায় মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল সামাদ খানের পরিচালনায় বক্তব্য রাখেন বাজুসের সহ-সভাপতি মহাদেব রায়, সহ-সভাপতি অজয় রায়, যুগ্ম সাধারণ সম্পাদক বেনু দেবনাথ, প্রচার সম্পাদক স্বপন কর্মকার, কোষাধ্যক্ষ মধুসূদন সরকার, সিনিয়র সদস্য শেখ আব্দুল্লাহ, সদস্য আয়নাল হক, নেপাল বসাক, গোপাল রায়, অজিত রায়, জয়রাম কর্মকার মুক্তি প্রমুখ। এসময় মৌলভীবাজার জেলার বাজুসের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

0Shares