প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক: কুলাউড়া উপজেলা ৫০ শয্যার হাসপাতালে মঞ্জুরীকৃত ডাক্তার-কর্মচারী ও অ্যাম্বুলেন্সের জ্বালানি সংকটের কারণে চিকিৎসাসেবা থেকে উপজেলার জনগণ বঞ্চিত হচ্ছেন। একইভাবে এক্সরে মেশিনের টেকনিশিয়ান না থাকায় পুরাতন মেশিন বিকল হয়েছে। আরেকটি নুতন মেশিন সরকারিভাবে হাসপাতালে স্থাপন করা হয়েছে। কিন্ত কোন টেকনিশিয়ান পদায়ন না করায় নুতন এক্সরে মেশিনও উপজেলাবাসীর কোন কাজে আসছে না।
বুধবার দুপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় হাসপাতালের এ দুরবস্থার বিষয় নিয়ে আলোচনা করে জরুরীভিত্তিতে সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়।
কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারের সভাপতিত্বে ও কমিটির সদস্য আরএমও ডাঃ জাকির হোসেন এর পরিচালনায় স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত সভায় হাসপাতালের সার্বিক সমস্যাসহ ব্যবস্থাপনা বিষয়ে বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফেরদৌস আক্তার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য মঞ্জুরীকৃত ২১ ডাক্তারের মধ্যে ১১ জন কর্মরত থাকলেও প্রেষণে জুনি. কন. (মেডিসিন) ডা. এবিএম রেজাউল করিম মীর ও জুনি. কন. (অর্থোঃ সার্জারী) ডা. আব্দুল্লাহ আল মামুন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে, জুনি. কন. (এ্যানেসথেশিয়া) ডা. আমিনুল ইসলাম সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং অননুমোদিত দীর্ঘদিন যাবৎ অনুপস্থিত রয়েছেন আইএমও ডা. নাজনিন সুলতানাসহ ৪ জনের পদ শুন্য থাকায় ৭ জন দিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া সার্জারী, গাইনি, কার্ডিওলজি, চক্ষু, ইএনটি, ডেন্টাল সার্জন ও প্যাথলজিষ্টসহ ১০ জন ডাক্তারের পদ শুন্য রয়েছে। অপরদিকে ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণীর মঞ্জুরীকৃত ১৯৮ পদের মধ্যে ৭৫ পদ শুন্য রয়েছে। এরমধ্যে ৫ পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে ২ জন মৌলভীবাজার সিএস অফিসে ও সদর ইউএইচসিতে প্রেষণে ও ১ জন পেনশনে রয়েছেন। কাজ করছেন ২ জন।
সভায় কুলাউড়া হাসপাতালের সু-চিকিৎসা সেবা প্রদানের স্বার্থে অনতিবিলম্বে প্রেষণের সকল পদের আদেশ বাতিল করে তাদের স্ব-স্ব স্থানে বহাল এবং ডাক্তার, এক্সরে মেশিনের টেকনিশিয়ান ও অ্যাম্বুলেন্সের জ্বালানি সংকটের নিরসনে জরুরী পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া কুলাউড়া উপজেলায় ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে কোন ধরনের অবহেলা না করে সবাইকে সতর্কতা অবলম্বন ও সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য উপজেলা পঃ পঃ কর্মকর্তা রিপন চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, সাবেক কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, মতাহির আলম চৌধুরী, অজয় দাস, ওসিসি নাহিদুজ্জামান, সেনিটারি ইন্সপেক্টার জসিম উদ্দিন, অফিস প্রধান সহকারি আলমাছুর রহমান প্রমুখ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech