মঙ্গলবার (১৮ জুলাই) কাউন্সিলর মোঃ মাসুদ এর বড়কাপনস্থ বাসভবনে মেমানদারীতে হাজারোধিক প্রতিবন্ধী, এতিম ও অসহায় লোক অংশগ্রহণ করেন। খাবারের মেন্যুতে ছিলো সাদা ভাত, মোরগের রোষ্ট, গরুর ভুলা মাংস, খাসির মাংস দিয়ে ডাল ও কাস্টার।
মোঃ মাসুদ ফাউন্ডেশন এর সদস্যবৃন্দের সার্বিক তদারকিতে ব্যতিক্রমী এ আয়োজনে মৌলভীবাজার পৌর এলাকা সহ জেলার বিভিন্ন এলাকার এতিমখানা ও বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। বাড়ির উঠান জুড়ে বিশাল প্যান্ডেলে শুরু হয় মেমানদারী।
মেমানদারী অনুষ্ঠানে আমন্ত্রিতরা বলেন, মাসুদ কাউন্সিলর গরীব, দু:খী ও অসহায় মানুষের বন্ধু। তিনি আমাদের জন্য সব সময় সহযোগীতা করেন। আল্লাহ্ তাআলা উনাকে নেক হায়াত দান করুন।
কাউন্সিলর মোঃ মাসুদ বলেন, যারা সমাজে অবহেলিত ও অসহায় তাদের জন্য আমার এই মেমানদারীর আয়োজন। আমি আমার পারিবারিক আদর্শ ধরে রাখতে সার্বক্ষণিক নিয়োজিত আছি। যতদিন বেঁচে থাকবো আমি সুখে-দুঃখে তাদের পাশে থাকতে চাই।
উল্লেখ্য, কাউন্সিলর মোঃ মাসুদ একজন সৌখিন মানুষ। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এলাকাবাসীকে নিয়ে এমন খাবারের আয়োজন করে থাকেন তিনি। এই সৌখিন মানুষটি বিলেতের আয়েসি জীবন ছেড়ে দেশে সাদামাটা জীবনযাপন করছেন।