জুড়ীতে প্রধানমন্ত্রীর উপহার ট্যাবলেট বিতরণ

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৩

জুড়ীতে প্রধানমন্ত্রীর উপহার ট্যাবলেট বিতরণ

ডায়াল সিলেট ডেস্ক: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন জনশুমারী ও গৃহগণনা-২০২১ প্রকল্পের ক্রয়কৃত ট্যাবলেট এর মধ্যে প্রয়োজনের অতিরিক্ত ১৫৯ টি ট্যাবলেট মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

 বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে উপজেলা সভাকক্ষে
ট্যাবলেট বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শামীমুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, সাগরনাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর নূর, পশ্চিমজুড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আনফর আলী, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাসুম রেজা, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন চন্দ্র সূত্রধর, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রথম ধাপে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০৮ জন শিক্ষার্থীদের এবং দ্বিতীয় ধাপে ২৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫৯ জন শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট পিসি বিতরণ করা হয় ।

0Shares