কুলাউড়ার সীমান্ত এলাকায় বেড়িবাধ রক্ষার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৩

কুলাউড়ার সীমান্ত এলাকায় বেড়িবাধ রক্ষার দাবিতে মানববন্ধন

ডায়াল সিলেট ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ার মনুনদীর বেড়িবাধ ও মানুষ চলাচলের গুরুত্বপূর্ণ ব্রিজ রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হযেছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় শরীফপুর ইউনিয়নের লালারচক গ্রামের ভুক্তভোগী মানুষ ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন। স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক দুরুদ এর সভাপতিত্বে ছাত্রলীগ নেতা আব্দুল হাকিমের পরিচালনায় বক্তব্য রাখেন- শরিফপুর ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান, তরিবুন নেছা, আয়শা খাতুন, শিতাই বেগম, আজিজুন বেগম, নেছার আলী, আছলম আলী, মুমিন মিয়া, ইযাছিন আলী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- ইয়াকুব আলী, সৈয়দ ইয়াজিদ আলী, আনোয়ারুল হক, মফিজ আলী, মনু মিয়া, আবুল কালাম, হারিছ মিযা, আশ্বদ আলী, আকরম আলী, মাওলানা রুস্তুম আলী।
বক্তারা বলেন, শরিফপুর মনুনদী উপরের ব্রিজ দিয়ে লালারচক গ্রামসহ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ ও গাড়ী প্রতিদিন চলাচল করেন। এই নদীর ব্রিজের পাশ থেকে প্রতিদিন ২০/২২ টি মেশিন দিযে বালু উত্তোণ করায় ব্রিজ ও বেড়িবাঁধ ক্ষতির সম্মুখিন হচ্ছে। এভাবে বালুর বড় ড্রেজার দিয়ে বালু উত্তোলণ করলে বেড়িবাঁধের পাশের লারারচক গ্রামের লোকজনের বাড়ীঘর নদীগর্ভে বিলিন হবে। এ ছাড়া মনুনদীর বেড়িবাঁধটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। যেকোনো মুহুর্তে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছি।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ