বড়লেখায় অর্ধশতাধিক পরিবার পেল পানির ফিল্টার

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২৩

বড়লেখায় অর্ধশতাধিক পরিবার পেল পানির ফিল্টার

ডায়াল সিলেট ডেস্ক:  মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দি আখেরা টিম ইউকের উদ্যোগে অর্ধশতাধিক পরিবারের মাঝে পানির ফিল্টার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ জুলাই) বেলা আড়াইটার দিকেপরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এগুলো বিতরণ করা হয়।
ফিল্টারগুলো ইটাউরি, দৌলতপুর, কান্দিগ্রাম, কবিরা, পকুয়া গ্রামের মানুষের মাঝে বিতরণ করা হয়।
বিতরণকালে দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মালেক, উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মাদ ওয়াছিক উদ্দিন, দি আখেরা টিম ইউকের বাংলাদেশ প্রতিনিধি সাব্বির আহমদ, মাদ্রাসার গভর্নিংবডির সদস্য আব্দুস সামাদ, বিদ্যোৎসাহী সদস্য সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, ব্যবসায়ী সাব্বির আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরগনাহীদৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মালেক সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দি আখেরা টিম ইউকে মানবকল্যাণে কাজ করছে। এরই ধারাবাহিকতায় সংগঠনটি আজকে বিভিন্ন গ্রামের মানুষের মাঝে পানির ফিল্টার বিতরণ করেছে। আশা করছি তাদের এই মানবিক কাজ অব্যাহত থাকবে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ